মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দেহরাদূন-মুসৌরি হাইওয়ে, পর্যটকদের অভয় দিল পুলিশ
দেহরাদূন, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে ধ্বংসযজ্ঞ চলছে উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টিতে দেহরাদূন-মুসৌরি সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃষ্টির জেরে মুসৌরি সড়কের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেহরাদূন পুলিশ ক
মেঘভাঙা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দেহরাদূন-মুসৌরি হাইওয়ে


দেহরাদূন, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে ধ্বংসযজ্ঞ চলছে উত্তরাখণ্ডে। ভারী বৃষ্টিতে দেহরাদূন-মুসৌরি সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বৃষ্টির জেরে মুসৌরি সড়কের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেহরাদূন পুলিশ কুঠাল গেট ব্যারিকেড করে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে।

মুসৌরির সার্কেল অফিসার মনোজ আসওয়াল বলেন, রাস্তাটি (দেহরাদূন-মুসৌরি হাইওয়ে) অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ জায়গায়, রাস্তাটি এখন মেরামতের কাজ চলছে। মুসৌরিতে প্রায় ১৫০০-২০০০ পর্যটক আছেন এবং সকলেই নিরাপদে আছেন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। দেহরাদূন-মুসৌরি সড়কের পরিস্থিতি সম্পর্কে মুসৌরির সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট রাহুল আনন্দ বলেন, রাস্তা সংস্কারের কাজ এখন শেষ পর্যায়ে। আমরা এটিকে নিরাপদে চলাচলের জন্য তৈরি করার জন্য কাজ করছি। আশা করছি ১-২ ঘণ্টার মধ্যে যান চলাচল পুনরায় শুরু হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande