নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ ‘ভুল’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে কর্নাটকের আলান্দ কেন্দ্রে ৬০১৮ জন ভোটারের নাম ডিলিট করা হয়েছে বলে অভিযোগ করেন রাহুল। সেই অভিযোগ সরাসরি অস্বীকার করল কমিশন। জাতীয় নির্বাচন কমিশন টুইট করে জানিয়েছে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ ভুল এবং ভিত্তিহীন। জনসাধারণের কোনও সদস্য অনলাইনে কোনও ভোট মুছে ফেলতে পারবেন না, যেমনটি রাহুল গান্ধীর ভুল ধারণা। ২০২৩ সালে আলান্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য কিছু ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছিল এবং বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশনের কর্তৃপক্ষ নিজেই একটি এফআইআর দায়ের করেছিল। রেকর্ড অনুসারে, আলান্দ বিধানসভা কেন্দ্রে ২০১৮ সালে সুভাষ গুট্টেদার (বিজেপি) এবং বি আর পাটিল (কংগ্রেস) জয়ী হয়েছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা