চামোলি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): মেঘভাঙা বৃষ্টিতে ফের ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি ২৭-৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার চামোলির জেলাশাসক সন্দীপ তিওয়ারি বলেছেন, বুধবার রাতে চামোলি জেলার নন্দনগর ঘাট এলাকায় মেঘভাঙা বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে। নন্দনগরের কুন্ত্রি লাঙ্গাফালি ওয়ার্ডে ৬টি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। জেলা ম্যাজিস্ট্রেট আরও জানিয়েছেন, ১০ জন নিখোঁজ রয়েছেন, দুই মহিলা ও একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। চামোলি জেলা প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার অভিযান জোরদার করেছে।
এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, জনসাধারণ আতঙ্কিত এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতা চলছে কাজ।
এসডিআরএফ জানিয়েছে, চামোলি জেলার নন্দনগর নগর পঞ্চায়েতের কুন্ত্রি লাগা ফালি, কুন্ত্রি লাগা সরপানি এবং ধুরমা ওয়ার্ডে মেঘভাঙা বৃষ্টির পর উদ্ধার অভিযান চলছে। প্রাথমিক রিপোর্টে ২৭-৩০টি বাড়ি এবং গোয়ালঘরের ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশের তথ্য অনুসারে, ধ্বংসস্তূপের নীচে প্রায় ১০ জন আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, আহত অবস্থায় দুই মহিলা এবং এক শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দেহরাদূনের জরুরি অপারেশন সেন্টার থেকে চামোলি এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করেছেন। পরে মুখ্যমন্ত্রী বলেন, মেঘভাঙা বৃষ্টির ফলে প্রায় ৩৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২০ জন আহত এবং ১৪ জন নিখোঁজ রয়েছেন।
চামোলিতে বুধবার রাতের এই দুর্যোগে ২০০ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সমস্ত উদ্ধারকারী দল সেখানে পৌঁছেছে। জেলা প্রশাসক এবং এসএসপিও ঘটনাস্থলে পৌঁছেছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহতদের ঋষিকেশের এইমস-এ স্থানান্তর করা হবে। এনডিআরএফ, এসডিআরএফ, আইটিবিপি এবং পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজ চলছে। বর্ষা শেষ না হওয়া পর্যন্ত সেপ্টেম্বরের পুরো মাস ধরে সমস্ত জেলা, এনডিআরএফ এবং এসডিআরএফকে সতর্ক থাকতে বলা হয়েছে। চারধাম যাত্রা চলছে, তবে আমি ভক্তদের কাছে আবেদন করছি, তাঁরা যেন আইএমডির পূর্বাভাস অনুযায়ী তাদের যাত্রা পরিকল্পনা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা