নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সেই সব লোকজনকে রক্ষা করছেন, যারা ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে। কর্ণাটকের ভোটে কারচুপির অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। রাহুল দাবি করেছেন, নির্বাচন কমিশনের ভেতর থেকে আমরা সাহায্য পেতে শুরু করেছি। আমি স্পষ্ট করে বলছি যে, আমরা এখন নির্বাচন কমিশনের ভেতর থেকে তথ্য পাচ্ছি, এবং এটি থামবে না।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, আমি এই মঞ্চে এমন কিছু বলব না, যা ১০০ শতাংশ সত্য দ্বারা সমর্থিত নয়। আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার সংবিধানকে ভালোবাসি, আমি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভালোবাসি এবং আমি সেই প্রক্রিয়াটিকে রক্ষা করছি। রাহুল গান্ধী আরও বলেছেন, জ্ঞানেশ কুমার ভোট চোরদের রক্ষা করছেন। এটি কালো ওম সাদা প্রমাণ; এতে কোনও বিভ্রান্তি নেই। রাহুল অভিযোগ করেছেন, আশ্চর্যের বিষয় হলো, গত ১০-১৫ বছর ধরে এটা চলছে। এটা একটা ব্যবস্থা, এটা একটা কাঠামো। গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে। গণতন্ত্রকে কেবল ভারতের জনগণই বাঁচাতে পারে। অন্য কেউ গণতন্ত্রকে বাঁচাতে পারবে না।
রাহুল গান্ধী বলেন, আসুন জেনে নেওয়া যাক, কেন আমি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এত সরাসরি অভিযোগ করছি। কর্ণাটকে এই বিষয়ে তদন্ত চলছে। কর্ণাটকের সিআইডি ১৮ মাসে নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়েছে এবং তারা নির্বাচন কমিশনের কাছে কিছু সহজ তথ্য চেয়েছে। প্রথমত, আমাদের সেই আইপি দিন যেখান থেকে এই ফর্মগুলি পূরণ করা হয়েছিল। দ্বিতীয়ত, আমাদের সেই ডিভাইসের গন্তব্য পোর্টগুলি দিন যেখান থেকে এই আবেদনগুলি জমা দেওয়া হয়েছিল। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের ওটিপি ট্রেইল দিন, কারণ আপনি যখন ফাইল করেন, তখন আপনাকে ওটিপি পেতে হয়। ১৮ মাসে ১৮ বার, কর্ণাটকের সিআইডি নির্বাচন কমিশনকে এর জন্য চিঠি দিয়েছে, এবং তাঁরা তা দিচ্ছে না। কেন তারা তা দিচ্ছে না?
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা