যাদবপুরে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে সংগঠনে থেকে সরাল এসএফআই
কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআইয়ের আর্টস ইউনিটের-সহ সম্পাদকের বিরুদ্ধে। আপাতত তাঁকে সংগঠনের সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ছাত্রী ওই ছাত্রনেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধে
যাদবপুরে ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্তকে সংগঠনে থেকে সরাল এসএফআই


কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এসএফআইয়ের আর্টস ইউনিটের-সহ সম্পাদকের বিরুদ্ধে। আপাতত তাঁকে সংগঠনের সব কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক ছাত্রী ওই ছাত্রনেতা সৌমিক মণ্ডলের বিরুদ্ধে সংগঠনেই অভিযোগ জানিয়েছেন। এসএফআইয়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কমিটির তরফে বুধবার বেশি রাতে জানানো হয়েছে, ওই ছাত্রীর অভিযোগ পেয়েই কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত ওই ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগে কার্যত মান্যতা দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande