কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি একেবারে কমে যাওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। আবার পুজোর আনন্দ মাটি করতে পারে ঘূর্ণাবর্ত। পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।
মাঝেমধ্যেই আকাশের মুখ ভার, আবার রোদের দেখাও মিলছে। বিগত কয়েকদিন ধরে এমনই আবহাওয়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে তুলনামূলক বেশি বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টি থামবে না। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা