যাত্রী সেবা দিবসের অঙ্গীকার উন্নততর পরিষেবা - অধিকর্তার ঘোষণা
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়েছে যাত্রী সেবা দিবসে। বুধবার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা ড. প্রতিভা রঞ্জন বেউরিয়া দৃঢ়তার সঙ্গেই বলেন, ৪০০ বিমান ওঠানামা করে প্রত
কলকাতা বিমানবন্দরে যাত্রী সেবা দিবসের অনুষ্ঠানে মঞ্চে অধিকর্তা


কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি. স.) : কলকাতা বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়েছে যাত্রী সেবা দিবসে। বুধবার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা ড. প্রতিভা রঞ্জন বেউরিয়া দৃঢ়তার সঙ্গেই বলেন, ৪০০ বিমান ওঠানামা করে প্রতিদিন। ২০০ বিমান উড়ে যায় গন্তব্যের পথেই ও অবতরণ করে আরও ২০০ টি বিমান। রানওয়ে কৈখালি থেকেই মধ্যমগ্রাম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে সুবিস্তৃত রয়েছে। দ্বিতীয় টার্মিনালের জন্যে জমি দরকার। রাজ্য সরকারের তরফেও যদি সহযোগিতা মেলে তবেই তা গড়ে তোলা সম্ভব। যদিও তার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় অসামরিক পরিবহন দফতরের ঘোষণা অনুযায়ী, আরো ৪ টি নতুন বিমান ওঠানামা করবে। আলোচনার স্তরেই তা রয়েছে। এদিকে, আধুনিকীকরণের কাজ চলছে। যাত্রীদের সুবিধার্থে ও পরিষেবা আরো সহজ করতে সমস্তরকম উদ্যোগ নেওয়া হয়েছে। দৈনিক ৬৫ হাজার বিমান যাত্রী আনাগোনা করে থাকেন। এর মধ্যেই ৫ শতাংশ ডোমেস্টিক ও ২০ শতাংশ বিমান যাত্রী আন্তর্জাতিক রুটেই যান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande