উত্তর দিনাজপুর, ১৮ সেপ্টেম্বর (হি.স.) :
বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরনো ভবনে সহকর্মীর ছুরির কোপে রক্তাক্ত হন এক এজেন্সি নিযুক্ত কর্মী। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে মেডিক্যালের পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে।
গোটা ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যালের অন্যান্য কর্মী এবং রোগী ও তাদের পরিজনদের মধ্যে তৈরি হয় তীব্র আতঙ্ক। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কর্মীর নাম কার্তিক রজক। অভিযুক্ত সহকর্মী উত্তম দাস— দু’জনেই হাসপাতালের ধোপার কাজ করেন। এদিন সকাল দশটা নাগাদ, রোগীদের বিছানার চাদর ধোওয়া ও সাফাই নিয়ে তাঁদের মধ্যে বচসা বাঁধে। তা থেকে হাতাহাতি এবং পরে উত্তম চাকু বার করে কার্তিকের পেটে ও হাতে কোপ মারেন। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে উত্তমকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত