নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তিনটি আসনেই জিতল এবিভিপি। সভাপতি, সম্পাদক এবং যুগ্ম সম্পাদক এই তিনটি আসনেই জয়ী হয়েছে এবিভিপি। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এনএসইউআই--এর রাহুল ঝসলা। নবনির্বাচিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি, এবিভিপি নেতা আরিয়ান মান বলেছেন, এবিভিপি তিনটি আসনে জিতেছে। আমি ১৫০০০ ভোটের ব্যবধানে সভাপতি পদে জিতেছি। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
এবিভিপি নেতা কুণাল চৌধুরী বলেন, আমার খুব ভালো লাগছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রকে ভোট দেওয়ার এবং আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি তাদের আশ্বস্ত করতে চাই, যখনই তাদের আমার প্রয়োজন হবে আমি তাদের পাশে থাকব। এনএসইউআই নেতা রাহুল ঝসলা বলেন, আমার দল সত্যিই কঠোর পরিশ্রম করেছে এবং আমি আমার জয় আমার দলকে উৎসর্গ করছি। আমার পুরো যাত্রায় আমাকে সমর্থন করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এটি একটি কঠিন প্রতিযোগিতা ছিল। জয় বা পরাজয় নির্বিশেষে আমি সকল প্রার্থীকে অভিনন্দন জানাই। জীবন এখানেই থেমে থাকে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা