শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : এনজেপি থানার পুলিশ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শুভজিৎ দাস, দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা। সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে এনজেপি থানার পুলিশ অম্বিকানগর আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে শুভজিৎকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে পুলিশ অস্ত্র আইনে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গেছে ,ঠাকুর নগরের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তকে পূর্বেও গ্রেফতার করা হয়েছিল। এনজেপি থানার পুলিশ আরও তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি