মুম্বই হাই কোর্টে বোমা হামলার হুমকি ই-মেল, তল্লাশিতে মিললো না কিছুই
মুম্বই , ১৯ সেপ্টেম্বর (হি.স.): মুম্বই হাই কোর্টে বোমাতঙ্ক। শুক্রবার এক হুমকি ই-মেল পৌঁছনোর পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়। জানা গেছে, অন্য দিনের মতোই শুক্রবারেও গমগম করছিল মুম্বই হাই কোর্ট চত্বর। ই-মেলে হঠাৎ
মুম্বই হাই কোর্টে বোমা হামলার হুমকি ই-মেল, তল্লাশিতে মিললো না কিছুই


মুম্বই , ১৯ সেপ্টেম্বর (হি.স.): মুম্বই হাই কোর্টে বোমাতঙ্ক। শুক্রবার এক হুমকি ই-মেল পৌঁছনোর পর আদালতের কার্যক্রম স্থগিত করা হয় এবং চত্বর দ্রুত খালি করে দেওয়া হয়।

জানা গেছে, অন্য দিনের মতোই শুক্রবারেও গমগম করছিল মুম্বই হাই কোর্ট চত্বর। ই-মেলে হঠাৎ আসে বোমা বিস্ফোরণের হুমকি। জানা যায়, ইমেলের মাধ্যমে অজ্ঞাতপরিচয় কেউ মুম্বই হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। তার জেরে খালি করে দেওয়া হয় হাইকোর্ট চত্বর। তবে পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দল এসে তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছু পায়নি বলে জানিয়েছে। মুম্বই পুলিশ এই ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।

উল্লেখ্য, এর আগেও গত ১২ সেপ্টেম্বর একইভাবে বোমার হুমকি এসেছিল। সেদিনও তল্লাশির পর কিছু মেলেনি। পুলিশের অনুমান, ই-মেল পাঠিয়ে মিথ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande