মেট্রোয় চালু হল স্বল্প মেয়াদের টুরিস্ট স্মার্ট কার্ড
কলকাতা, ১৯ সেপ্টেম্বর, (হি.স.): হাতে মাত্র আর কয়েকটা দিন৷ জমে ওঠার মুখে শারদোৎসব। পুজোর দিনগুলোয় যে যাত্রীরা বারবার মেট্রোতেই সফর করতে চান, তাঁদের জন্য চালু করা হল স্বল্প মেয়াদের টুরিস্ট স্মার্ট কার্ড৷ তাতে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা৷ কলকাতার বিভি
শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো অচল


কলকাতা, ১৯ সেপ্টেম্বর, (হি.স.): হাতে মাত্র আর কয়েকটা দিন৷ জমে ওঠার মুখে শারদোৎসব। পুজোর দিনগুলোয় যে যাত্রীরা বারবার মেট্রোতেই সফর করতে চান, তাঁদের জন্য চালু করা হল স্বল্প মেয়াদের টুরিস্ট স্মার্ট কার্ড৷ তাতে থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা৷

কলকাতার বিভিন্ন নামী পুজো মেট্রো স্টেশনের হাঁটাপথের মধ্যেই। পুজোর সময় ঠাকুর দেখতে রাস্তায় নামে জনসমুদ্র৷ আর তা এড়াতে অনেকেই সড়ক পরিবহণের থেকেও বেশি আস্থা রাখেন মেট্রোর উপর৷ এক জায়গা থেকে আরেক জায়গায় মেট্রোয় যাতায়াতে বারবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি পোহাতে হয়৷ তার থেকে নিস্তার দিতে এবার নয়া উদ্যোগ কলকাতা মেট্রো রেলের৷

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande