বিলোনিয়ায় পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু
বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাসের মর্মান্তিক মৃত্যু হয় পুকুরের জলে ডুবে। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। শিশুর দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয়। শ
বিলোনিয়ায় পুকুরের জলে ডুবে শিশুর মৃত্যু


বিলোনিয়া (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বাড়ির লোকজনের অলক্ষে পাঁচ বছরের মুক ও বধির শিশু শুভম দাসের মর্মান্তিক মৃত্যু হয় পুকুরের জলে ডুবে। ঘটনা বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়।

শিশুর দাদু ও দিদা জানায় প্রতিদিন শিশুটিকে বেঁধে রাখা হয়। শুক্রবার তাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হয়ে। বাড়িতেই খেলছিল শিশুটি। কিন্তু সবার চোখের আড়ালে কখন পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় তা কেউ টের পায়নি। পরবর্তী সময়ে পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে বিলোনিয়া মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলেটি মুক ও বধির থাকার কারণে তাকে সব সময় বেঁধে রাখা হত। ছেলেটির বাবা একজন মৃৎশিল্পী। পূজার মরসুম হওয়ায় কাজে ব্যস্ত। শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande