গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : একটি স্বপ্ন আর সম্পূর্ণ হলো না জুবিন গার্গের। আগামী ৩১ অক্টোবর মুক্তির কথা ছিল জুবিনের নির্মিত অসমিয়া ছায়াছবি ‘রৈ রৈ বিনালে’।
গত ১ সেপ্টেম্বর ছবিটির মুক্তির দিন নিজে ঘোষণা করে জুবিন গাৰ্গ জানিয়েছেন, ছবিটির কাজ শেষ হয়ে গিয়েছে। এই ছবিকে নিয়ে খুব আশা ছিল তাঁর। কিন্তু সেই আশা আর পূর্ণ হয়নি।
প্রসঙ্গত, যে সময় সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার জন্মশতবৰ্ষ উদযাপন হচ্ছে, সে সময় আরেক জনপ্ৰিয় শিল্পীর মৃত্যুসংবাদ আক্ষরিক অর্থেই অসহনীয়। জুবিনের সেই গান আজ বহুজনের কানে বাজছে, ‘আকাশে গাতে লবরে মন, সাগর তলিত শুবরে মন, মনর চিলা উরুয়াই দিবলে...’।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস