রামপুরহাটে আদিবাসী পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, সমবেদনা জানাতে বাড়িতে অধীররঞ্জন চৌধুরী ও কংগ্রেস প্রতিনিধিরা
কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বীরভূম জেলার রামপুরহাটে বরমেসিয়ায় ১৩ বছরের আদিবাসী স্কুল পড়ুয়ার নৃশংস হত্যা কান্ডের ঘটনায় শোকাহত সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে এদিন সমবেদনা জানানোর জন্য পৌঁছেছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চ
রামপুরহাটে আদিবাসী পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু, সমবেদনা জানাতে বাড়িতে অধীররঞ্জন চৌধুরী ও কংগ্রেস প্রতিনিধিরা


কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বীরভূম জেলার রামপুরহাটে বরমেসিয়ায় ১৩ বছরের আদিবাসী স্কুল পড়ুয়ার নৃশংস হত্যা কান্ডের ঘটনায় শোকাহত সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে এদিন সমবেদনা জানানোর জন্য পৌঁছেছেন সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীররঞ্জন চৌধুরী। সেইসঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক তথা রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রশিদ।

শুক্রবার সেখানে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। ওই দলের পুরোভাগে ছিলেন অধীরবাবু। এদিন তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেছেন। খোঁজ খবর অভয় দেন ও সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং তাদের আশ্বস্ত করেছেন যে তিনি সর্বতোভাবেই তাদের পাশে রয়েছেন। বিশেষত, আগামীদিনে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি ও তিনি দেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, তিনি দাবি করেন যে দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে হবে রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনকে।

অধীরবাবু আরো বলেন— মর্মান্তিক ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সুবিচারের জন্য যত দূর যেতে হয়, কংগ্রেস লড়াই করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande