কলকাতা, ১৯ সেপ্টেম্বর ( হি.স.): ক্যালকাটা সিটিজেনস ইনিশিয়েটিভের পক্ষ থেকে শুক্রবার আয়োজিত হলো এই বছরের বার্ষিক সাধারণ সভা ও আলোচনাচক্র । তবে এবারের আলোচনায় রয়েছে ভিন্ন স্বাদ। বিভিন্ন ক্ষেত্রে অর্থ লগ্নির সুযোগ সুবিধা এবং সাইবার অপরাধ - এই দুই বিষয় হয়ে উঠেছে আলোচনার মুখ্য বিষয়। সম্মেলনের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ফিনান্সিয়ার্স লিমিটেডের প্রধান পঙ্কজ কুমার চৌধুরী এবং অংশু আগরওয়াল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যালকাটা সিটিজেনস ইনিশিয়েটিভের সভাপতি নারায়ণ জৈন, পবন গোয়েঙ্কা প্রমুখ ব্যক্তিরা।
অনুষ্ঠানের সূচনা হয় নারায়ণ জৈনের বক্তব্যের মধ্য দিয়ে। প্রথম পর্বে মূলত আলোচিত হয় ক্যালকাটা সিটিজেনস ইনিশিয়েটিভের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময় আয়োজিত কর্মসূচি নিয়ে। এই পর্বে বক্তব্য রাখেন সর্বভারতীয় মারওয়ারী ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি পবন গোয়েঙ্কা। দ্বিতীয় পর্বের আলোচনার শুরু হয় সাইবার অপরাধ নিয়ে। সাইবার অপরাধ কত ধরনের কিংবা সাইবার অপরাধীরা কিভাবেই বা পায় সাধারণের কষ্টার্জিত অর্থের হদিশ - এই সবকিছু নিয়েই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে সাইবার ক্রাইম ইন্স্যুরেন্সের বিষয়টিও। আলোচনার রেশ টেনেই অতিথিদের মধ্যে একজন ভাগ করে নেন তাঁর জীবনের অভিজ্ঞতা। এরপর বক্তব্য রাখেন আলোচনা সভার অন্যতম প্রধান বক্তা পঙ্কজ কুমার চৌধুরী, যিনি মূলত শেয়ার বাজারে অর্থ লগ্নির পন্থা নিয়েই তাঁর নাতিদীর্ঘ বক্তব্যের পরিসমাপ্তি করেন ।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক