হাওড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভিন রাজ্যের যুবকের মৃত্যু, চালক পলাতক
উলুবেড়িয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়া থানার ফোর্ট গ্লস্টারের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম আশুতোষ কুমার (৪০)।
চন্দ্রকোনা রোডে দুর্ঘটনায় মৃত্যু একজনের, জখম বেশ কয়েকজন


উলুবেড়িয়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): হাওড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাউড়িয়া থানার ফোর্ট গ্লস্টারের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বাইক আরোহীর নাম আশুতোষ কুমার (৪০)। বাড়ি উত্তর প্রদেশে। মৃত বাইক আরোহী বাউড়িয়ায় একটি জুট মিলে কাজ করতেন। বাউড়িয়াতেই ঘর ভাড়া নিয়ে থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে জুট মিলে কাজে যোগ দিতে বাইকে করে যাচ্ছিল আশুতোষ। সেই সময় ফোর্ট গ্লস্টারের কাছে আচমকাই বাইক থেকে পড়ে যান তিনি। তখনই উল্টো দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে বাউড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক। এদিনের এই দুর্ঘটনার ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande