তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া শহর এবং শহরতলীতে বিশেষ বার্তা তৈরি হয়। বিশেষ করে নিয়মিত চেকআপের অংশ হিসেবে শুক্রবার এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাসের নেতৃত্ব দেন। অভিযানে প্রচুর পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযানকারী দলের সদস্যরা তেলিয়ামুড়া বাজারের জনৈক ব্যবসায়ী প্রবীর সাহার শান্তিনগরস্থিত বাড়িতে অভিযান সংঘটিত করে অবৈধভাবে মজুত রাখা দেড় লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করেছে। এর পাশাপাশি তেলিয়ামুড়া শহরের বেশ কিছু দোকানে অভিযান সংঘটিত হয়।
এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক ছাড়া ডিসিএম হরিপদ সরকার, ডিসিএম অঞ্জন কুমার দাস, ডেপুটি সিও প্রদীপ কুমার সরকার, ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সামিল ছিলেন।
সংশ্লিষ্ট অভিযান সম্পর্কে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস জানিয়েছেন, প্রবীর সাহার বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা শব্দবাজিগুলি বাজেয়াপ্ত করে তাঁকে আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি মহকুমা শাসক জানান, এইভাবে একটা বাড়ির ভেতরে এত পরিমাণে শব্দবাজি মজুত করে রাখা দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ