‘জুবিনের গান আর শুনব না..., জুবিন নেই ভাবতে পারছি না’ : মুখ্যমন্ত্ৰী হিমন্ত, শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ
কোকরাঝাড় (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : ‘জুবিনের গান আর শুনব না..., জুবিন নেই ভাবতে পারছি না’, আবেগের সঙ্গে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে আজ জীবনাবসান ঘটেছে অসমের প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গের। তাঁর মৃত্য
হাজারো অনুরাগীর উপস্থিতিতে একটি মঞ্চে জুবিন গার্গ


কোকরাঝাড় (অসম), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : ‘জুবিনের গান আর শুনব না..., জুবিন নেই ভাবতে পারছি না’, আবেগের সঙ্গে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরে আজ জীবনাবসান ঘটেছে অসমের প্ৰাণের শিল্পী জুবিন গাৰ্গের। তাঁর মৃত্যুতে সমগ্ৰ রাজ্য শোকস্তব্ধ হয়ে পড়েছে। জুবিন গাৰ্গের অকাল প্রয়াণে শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

অসমের মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মাও তাঁর প্ৰিয় শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন, তিনি আজ বাকরুদ্ধ। কোকরাঝাড়ের এক নির্বাচনী সমাবেশে এসেছিলেন মুখ্যমন্ত্রী। একটি নির্বাচনী সভা শেষে অপরাহ্ন তিনটার দিকে আরেকটি সমাবেশে যাওয়ার মুহূর্তে বিদেশ দফতরের প্রতিমন্ত্রী অসমের সাংসদ পবিত্র মার্ঘেরিটার কাছ থেকে এই দুঃসংবাদ পেয়েছিলেন হিমন্তবিশ্ব। সভা মঞ্চের বাইরে উপস্থিত সাংবাদিকদের অত্যন্ত আবেগের সঙ্গে এ খবর তিনি দিচ্ছিলেন। বলেন, ‘আমাদের হৃদয়ের মণি জুবিন আর নেই। খবরটি দিতে আমার কণ্ঠ রোধ হয়ে আসছে, কী ভাষায় জুবিনের মৃত্যুসংবাদ দেব আপনাদের, সেই ভাষা আমার জানা নেই।’

ছল ছল চোখে মুখ্যমন্ত্রী বলছেন, ‘আমার বুক কাঁপছে, জুবিনময় সময়গুলি আমার চোখের সামনে ঘুর-ঘুর করছে। প্ৰতিটি প্ৰজন্মকে সংগীতের যাদুতে মোহাচ্ছন্ন করে রেখেছিলেন জুবিন। সুরের সত্তা জুবিনের জনতার প্ৰতি দুৰ্বার প্ৰেম ছিল কল্পনাতীত। সীমার পরিধি ভেঙে স্বকীয় সত্তায় উদ্ভাসিত জুবিন গাৰ্গ নামের যাদুকরী কণ্ঠটি এভাবে অকালে হারিয়ে যাবে বলে কি বিশ্বাস করতে পারি? হাজার হাজার সৃষ্টিতে তুমি আমাদের মধ্যে জীবিত খাকবে জুবিন। জুবিন, তুমি যেখানেই থাক কুশলে থাক।’

বিটিআর-এর নিৰ্বাচনী প্ৰচারে অতি ব্যস্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, দলীয় সকল নিৰ্বাচনী কার্যক্রম বাতিল করে গুয়াহাটি ফিরে যাচ্ছেন তিনি। গুয়াহাটি গিয়ে জুবিনের মৃতদেহ সিঙ্গাপুর থেকে নিয়ে আসা, শেষকৃত্য ইত্যাদি সম্পন্ন সম্পর্কে তাঁকে ব্যবস্থা করতে হবে।

এদিকে জুবিন গাৰ্গের অকাল প্রয়াণে শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। শোক প্রকাশ করে আবেগের সঙ্গে সর্বানন্দ বলেছেন, ‘আমরা এক অমূল্য সম্পদকে হারালাম। জুবিনের প্রতিভা ছিল কল্পনাতীত। অসমের যুব প্রজন্মের হৃদয়ের স্পন্দন জুবিনের মৃত্যুতে শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি। প্রয়াতের পরিবারবর্গ, অনুরাগী মহল, রাজ্যের সাংস্কৃতিক জগতকে এই শোক সহনের শক্তি দিন ঈশ্বর।’

প্রসঙ্গত, আজ শুক্রবার (১৯ সেপটেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিঙের সময় সাগরে পড়ে গিয়েছিলেন অসমের প্ৰাণের সংগীতশিল্পী ৫২ বছরের জুবিন গাৰ্গ। সেখানে এক হাসপাতালে ভারতীয় সময় অপরাহ্ন ২.৪৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande