অনুপ্রবেশ ও ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে সরকারকে চাপে রাখার কৌশল নিল তিপ্রা মথা
আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের উদ্যোগ এবং ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণের অগ্রগতি কতটা তা জানতে চায় সরকারের শরিক দল তিপ্রা মথা। শুক্রবার বিধানসভায় অধিবেশন শুরুর আগে তিপ্রা মথার পরিষদীয় দলের আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা জ
তিপ্রা মথা নেতা অনিমেষ দেববর্মা


আগরতলা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : অনুপ্রবেশ রোধে রাজ্য সরকারের উদ্যোগ এবং ত্রিপাক্ষিক চুক্তি রূপায়ণের অগ্রগতি কতটা তা জানতে চায় সরকারের শরিক দল তিপ্রা মথা। শুক্রবার বিধানসভায় অধিবেশন শুরুর আগে তিপ্রা মথার পরিষদীয় দলের আহুত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি আরও জানান, বিষয়টি সরকারের থেকেও সরকারের প্রতি বিরুদ্ধাচারণ নয়। জনসাধারণ জানতে চায় বলেই সংশ্লিষ্ট দুটি বিষয় বিধানসভার অধিবেশন তারা উত্থাপন করবেন।

সরকারে থেকেই সরকারকে চাপে রাখার কৌশল নিল শরিক দল তিপ্রা মথা। শুক্রবার বিধানসভার অধিবেশন শুরুর আগে সাংবাদিক সম্মেলন করে তিপ্রা মথা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি জানান, অনুপ্রবেশ রোধে রাজ্য সরকার কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে তা জানতে চায় তিপ্রা মথা। পাশাপাশি তিপ্রা মথা, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে সম্পাদিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নে এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে সেই সম্পর্কেও দল জানতে চায়।

তিনি জানান, বিষয়টি সরকারে থেকে সরকারের বিরুদ্ধাচরণ নয়। মানুষ জানতে চায়। তিনি আরও জানান, আমরা সরকারের শরিক দল হলেও সরকারের একটা সামান্য অংশই আমাদের হাতে রয়েছে। আমাদের দল থেকে একজন মাত্র পূর্ণ মন্ত্রী এবং আরেকজন রাষ্ট্রমন্ত্রী রয়েছেন। বাকি সবকিছু রয়েছে রাজ্য সরকারের হাতে। সংশ্লিষ্ট দুটি বিষয় নিয়ে জনগণ জানতে চায়। জনগণের জানার অধিকার রয়েছে। কারণ জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়েছি। তাই বিধানসভার অধিবেশনে সংশ্লিষ্ট দু'টি বিষয় উত্থাপন করা হবে।

অধিবেশন শুরুর আগে তিপ্রা মথা দলের এই সাংবাদিক সম্মেলন নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে। রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহলের ধারণা, সরকারকে চাপে রাখতেই এই পন্থা অবলম্বন করেছে তিপ্রা মথা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande