বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩ শ্রমিক
পাটনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের গোপালগঞ্জে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন আরও এক। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম নাসরুদ্দিন মিয়া (৫৫), নীরজ কুমার (৩০) এবং বলিরাম সিং (৪৮) । আহতের নাম জিতে
মৃত্যু


পাটনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের গোপালগঞ্জে শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। আশঙ্কাজনকভাবে চিকিৎসাধীন আরও এক। পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম নাসরুদ্দিন মিয়া (৫৫), নীরজ কুমার (৩০) এবং বলিরাম সিং (৪৮) । আহতের নাম জিতেন্দ্র সিং।

এদিন এই চার শ্রমিক লুহুসি গ্রামের নির্মীয়মান একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। সেইসময় ছাদে থাকা বৈদ্যুতিন যন্ত্রের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় চারজন। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতরভাবে আহত জিতেন্দ্র বর্তমানে চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande