এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-২০ সিরিজ জিতল বাংলাদেশ
সিলেট, ২ সেপ্টেম্বর (হি.স.): আর এক সপ্তাহ বাদেই পর্দা উঠবে এশিয়া কাপের। তারই প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল বাংলাদেশ। সোমবার রাতের ম্যাচে ডাচদের ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লিটন দা
এক ম্যাচ হাতে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ


সিলেট, ২ সেপ্টেম্বর (হি.স.): আর এক সপ্তাহ বাদেই পর্দা উঠবে এশিয়া কাপের। তারই প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল বাংলাদেশ। সোমবার রাতের ম্যাচে ডাচদের ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো লিটন দাসের দল। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে নেদারল্যান্ডস আগে ব্যাটিং করে ১৫ বল বাকি থাকতেই ১০৩ রানে অলআউট হয়ে যায়। ৯ নম্বরে ব্যাট করতে নামা আরিয়ান দত্ত ২৪ বলে ইনিংসের সর্বোচ্চ ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নেন ৩টি, তাসকিন ও মোস্তাফিজুর নেন ২টি করে উইকেট। এছাড়া মেহেদি ও তানজিম সাকিব নেন ১টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্‌বোধনী জুটিতে তারা করেন ৪০ রান। এরপর কাইল ক্লেইনের বলে এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে ইমন ফিরলে ভাঙে এই জুটি। ২১ বলে ২৩ রান করেন ইমন। এরপর অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে ১৪ তম ওভারে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তানজিদ হাসান তামিম। ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করেন বাঁহাতি এই ওপেনার। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকে বাঁহাতি এই ওপেনার, আরেক প্রান্তে লিটন অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রান নিয়ে। প্রথম ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৩৯ বল হাতে রেখে, আর দ্বিতীয় ম্যাচটি টাইগাররা জিতলো ৪১ বল হাতে রেখে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande