সিডনি, ২ সেপ্টেম্বর (হি.স.) : টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। মঙ্গলবার ভোরে অবসরের ঘোষণা করে এই ফাস্ট বোলার। আগামী বছর টি-২০ বিশ্বকাপের আগে স্টার্কের অবসর অস্ট্রেলিয়ার সামনে একটা বড় ধাক্কা।
মূলত, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় বলেছেন স্টার্ক। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টি-২০ ম্যাচ খেলে ৭৯টি উইকেট পেয়েছেন বাঁ-হাতি এই পেসার। এখনও পর্যন্ত জাম্পারের পর স্টার্ক-ই টি-২০ তে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি