কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): ভ্যাপসা গরমের মধ্যে ফের বৃষ্টি শুরু কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, ফলে স্বস্তিও মিলেছে। বঙ্গোপসাগরের ওপরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। সেই আবহে মৌসুমি অক্ষরেখাও পশ্চিমবঙ্গের ওপরে সরে এসেছে। এই দুইয়ের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বৃষ্টি অবশ্য সোমবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা-সহ অনেক জেলায়। মঙ্গলবার সকালেও বৃষ্টি হয়েছে, মুখভার আকাশের। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। একইসঙ্গে রাজ্যে সরে এসেছে মৌসুমি অক্ষরেখা। এরই প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টি হতে পারে। পরবর্তী দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি প্রত্যাশিত। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হবে বিক্ষিপ্ত ভাবে। নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা