জলপাইগুড়ি, ২ সেপ্টেম্বর (হি.স.) : জলপাইগুড়িতে বসে দাদাকে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি, শার্প শুটার ভাড়া করে সেই ছক বাস্তবায়িত করা। কুলটিতে পুরকর্মীকে গুলি করে খুনের ঘটনায় এবার গ্রেফতার মূল চক্রী মৃতের খুড়তুতো বোন।
সোমবার সন্ধ্যায় ফারহানাজ ওরফে সামা নামের ওই মহিলাকে জলপাইগুড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছে তার গাড়িচালক সৈয়দ আখতার ওরফে ফয়জলও। কুলটিতে মৃত জাভেদ বারিকের বাবার জলপাইগুড়িতে ৩২ কাঠা জমি নিয়ে বিবাদের জেরে এই হত্যার ছক বলে মনে করছে পুলিশ। ওই জমির বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত