নদিয়া, ২ সেপ্টেম্বর, (হি.স.): ২০২৪ সালে ‘বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা’ তৈরি করে তাক লাগাতে চেয়েছিল রানাঘাটের অভিযান সঙ্ঘ। কোনও সম্পন্ন পৃষ্ঠপোষক ছাড়াই প্রায় শেষ হয়ে এসেছিল ১১২ ফুটের দুর্গাপ্রতিমা তৈরির কাজ। কিন্তু প্রশাসনিক অনুমতি না মেলায় সেই দুর্গাপ্রতিমা দর্শকদের ঠিক ভাবে দেখানোর সুযোগই পাননি উদ্যোক্তারা।
রাতারাতি মন আর স্বপ্ন ভেঙেছিল বহু মানুষের। হয়নি পুজোও। স্বপ্নকে ফের একবার বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করছে রানাঘাটের কামালপুর গ্রামের অভিযান সঙ্ঘ। গত বছরের প্রতিশ্রুতি এই বছর রাখবেন উদ্যোক্তারা।
এবার সেখানে তৈরি করা হচ্ছে ‘বিশ্বের সবথেকে বড় দুর্গা’, যার উচ্চতা হবে ১১২ ফুট। গত বছরের সেই ভুলগুলোর পুনরাবৃত্তি করেননি আয়োজকরা। উপযুক্ত অনুমতি নিয়েই ঝাঁপিয়েছেন স্বপ্নপূরণের জার্নিতে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত