কলকাতা, ২ সেপ্টেম্বর, (হি.স.): “ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে।” কলকাতা পুলিশের এই বিবৃতিতে প্রতিবাদে সরব হয়েছেন নেটনাগরিকদের একাংশ।
সামাজিক মাধ্যমে এই বিবৃতির পোস্ট আসার দু’ঘন্টা পর সন্ধ্যা ছ’টায় মোট মন্তব্য আসে ১ হাজার ২০০। এর অধিকাংশই পুলিশের সাফাইয়ের বিরোধিতা করেছেন।
গৌতম মুখার্জি লিখেছেন, “একটা কথা খুব জানতে ইচ্ছে করছে, ওই ট্রাকটা যদি কলকাতা পুলিশের হতো, তাহলেও কি এই একই অ্যাকশন নেওয়া হতো ?” কৌশিক অধিকারী লিখেছেন, “আপনারা নিজেরা কত শতাংশ সঠিক?” সঞ্জীব বিশ্বাস লিখেছেন, “ইন্ডিয়ান আর্মির সম্মানটা কিন্তু সবার উপরে।” পুলিশকে উদ্দেশ করে সুমন সূত্রধর লিখেছেন, “আপনারা পারেনও বাপু। দেখে হাসিও পায়।”
কল্লোল ঘোষ লিখেছেন, “সেনাদের বেলায় ট্রাফিক আইন দেখাচ্ছেন যখন insurance ফেল ট্যাক্স ফেল গাড়ি গুলো নিয়ে টহল চলে তখন কোথায় থাকে আপনাদের আইন?” তীর্থেন্দু সাঁতরা লিখেছেন, “পেছনের গাড়িটা এতো দ্রুত চলছিল কেন?” প্রসঙ্গত, পেছনের গাড়িটা বলতে তীর্থেন্দুবাবু পুলিশ কমিশনারের গাড়িকে বুঝিয়েছেন।
অন্যদিকে, সফিয়া নওয়াজ লিখেছেন, “আপনারা ঠিক কাজ করেছেন। সেনাবাহিনীর গাড়িটা ট্রাফিক আইন ভঙ্গ করেছিলো।” অভিষেক মুখার্জি লিখেছেন, “একদম ঠিক করেছেন। আইন সবার জন্য সমান।” শ্যামল দাশগুপ্ত লিখেছেন, “আইন সবার জন্যই সমান।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত