কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.) : শনিবার মুচিপাড়া এলাকায় দুর্ঘটনা নিয়ে বাকবিতন্ডার জেরে শূন্যে গুলি চালিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার তদন্তে নেমে অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করল পুলিশ।
ধৃতদের কাছ থেকে দেশীয় পদ্ধতিতে তৈরি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ পাওয়া গিয়েছে। পুজোর মরশুমে শহরে বড়সড় কোনও নাশকতার ছক ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। গোটা ঘটনা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশ সোমবার রাত সাড়ে ১২টার পর হানা দেয় বাবুঘাট বাসস্ট্যান্ডে। অস্ত্র-সহ হাতেনাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী। তাদের নাম আয়ুষ ঝা, পীযূষ গুপ্তা। জেরায় জানা গিয়েছে, তারা দেশীয় পদ্ধতিতে অস্ত্র তৈরি করে এবং সেসব বিক্রি করার উদ্দেশে কলকাতায় এসেছিল। এও জানা যায়, মুচিপাড়ায় শনিবার রাতে যে শুটআউট হয়েছিল, তাতে হাত ছিল এই দু’জনের। এরপরই তাজা কার্তুজ-সহ তাদের গ্রেফতার করে পুলিশ। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যৌথ তদন্ত শুরু করেছে মুচিপাড়া ও ময়দান থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত