পাটনা, ৯ সেপ্টেম্বর (হি.স.): বিহারে রাজ্য মন্ত্রিসভা সমন্বিত শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মরত অঙ্গনওয়াড়ি সেবিকা ও সহায়িকাদের সম্মানী বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে, অঙ্গনওয়াড়ি সেবিকারা এখন প্রতি মাসে ৯,০০০ টাকা সম্মানী পাবেন, যা আগে ৭,০০০ ছিল। একইভাবে, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সম্মানী ৪,০০০ থেকে বাড়িয়ে ৪,৫০০ টাকা করা হয়েছে।
আগামী মাসের ১ তারিখ থেকে অঙ্গনওয়াড়ি সেবিকা ও সহায়িকাদের বর্ধিত সম্মানী প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে মঙ্গলবারের মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই উদ্দেশ্যে, ৩৪৫.১৯ কোটি টাকারও বেশি অতিরিক্ত বার্ষিক ব্যয় অনুমোদিত হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা