কলকাতা, ৯ সেপ্টেম্বর( হি. স.) : নিউ গড়িয়া - বিমানবন্দর মেট্রো প্রকল্পের চিংড়িঘাটা সংলগ্ন ৩৬৬ মিটার অংশের কাজ অবশেষে শুরু হতে চলেছে। চার ঘন্টা ধরে বৈঠকের পর অবশেষে জট খুলেছে। রাতের দিকেই কাজ হবে। উল্লেখ্য, আট মাস ধরেই সে কাজ বন্ধ ছিল। ট্রাফিক ব্লকের অনুমতি না মেলায় ওই বিপত্তি। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে এ দিন মেট্রো ভবনে বৈঠকে বসে মেট্রো নির্মাণ সংস্থা আরভিএনএল এবং কলকাতা পুলিশ ও কেএমডিএ। চলতি বছরের জানুয়ারি থেকে বন্ধ থাকা ওই নির্মাণের কাজ শুরু করতে রাজ্য প্রশাসন শেষমেশ ট্রাফিক ব্লকের অনুমতি দিয়েছে। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের শুক্র, শনিবার ও রবিবার রাতের দিকেই সে কাজ চলবে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকেও মঙ্গলবারের দফায় দফায় বৈঠকের পর ইতিমধ্যেই ছাড়পত্র মিলেছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত