
ঝাড়গ্রাম, ১৫ জানুয়ারি (হি.স.) : জঙ্গলমহলে টুসু পরবের আনন্দের মাঝেই হাতির হানায় ভাঙল বসতবাড়ি। বুধবার গভীর রাতে খাবারের সন্ধানে দুটি হাতি ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া বিটের পাথরনালা গ্রামে ঢুকে পড়ে। অভিযোগ, হাতিরা কৃষ্ণ শবরের মাটির বাড়ির দেওয়াল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। খাবার না পেয়ে বাড়ির উঠোনে রাখা বিভিন্ন সামগ্রী ভেঙে গুঁড়িয়ে দেয় তারা।
ঘটনার সময় বাড়ির ভিতরেই ছিলেন কৃষ্ণ শবরের স্ত্রী। অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। পরে স্থানীয় বাসিন্দারা হাতি দুটিকে তাড়া করলে তারা নিকটবর্তী জঙ্গলে ফিরে যায়। এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত সপ্তাহের বৃহস্পতিবার রাতে চাঁদাবিলা গ্রামেও একইভাবে খাবারের সন্ধানে একটি হাতি ঢুকে পড়ে। সে সময় কমলা মাহাতোর বাড়ির দেওয়াল ভেঙে পড়লে ৮২ বছর বয়সি কমলা মাহাত গুরুতর আহত হন।
গত দু’দিন ধরে মকর সংক্রান্তি উপলক্ষে জঙ্গলমহল জুড়ে টুসু পরব উদ্যাপনে মেতেছে সাধারণ মানুষ। তার মধ্যেই একের পর এক হাতির তাণ্ডবে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বনদফতর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মকর সংক্রান্তির দিন এই দুটি হাতি পিঁপড়ির জঙ্গল এলাকায় প্রবেশ করেছিল।
বৃহস্পতিবার বনদফতর জানিয়েছে, হাতি দুটির উপর নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা ক্ষতিপূরণের আবেদন জমা দিলে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো