
শিমলা, ১৫ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের শিমলার কুফরিতে বুধবার গভীর রাতে একই ঘরে থাকা দুই শ্রমিকের মধ্যে বচসা শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে একজনের মৃত্যু হয়। পুলিশ নিহতের সঙ্গীর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম রাজকুমার। তিনি ভানু ভক্ত নামে আর এক যুবকের সঙ্গে কুফরির কাছে পিএইচসি এলাকার নিকট একটি ভাড়া ঘরে থাকতেন। দু’জনেই স্থানীয় এক ঠিকাদারের অধীনে শ্রমিকের কাজ করতেন।
ঘটনার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করার পর কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয়। ঘর থেকে চিৎকার শুনে পাশের ঘরে থাকা আরেক শ্রমিক ভগত শাহি ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি দেখতে পান, রাজকুমার রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং মাথায় গুরুতর আঘাত রয়েছে। ভানু ভক্তও আহত অবস্থায় পাশে পড়ে ছিলেন।
দু’জনকে দ্রুত ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ (আইজিএমসি), শিমলায় নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা রাজকুমারকে মৃত বলে ঘোষণা করেন। আহত ভানু ভক্তের চিকিৎসা চলছে এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।
এই ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। ভগত শাহির বয়ানের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ পুরো ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য