রাজগড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, মহিলা ও শিশুসহ আহত ১৭
​রাজগড়, ১৯ জানুয়ারি (হি. স.) : মধ্য প্রদেশের রাজগড় জেলার পচোর-আস্তা রোডের তলেন থানা এলাকার একলেরা মোড়ে সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী ট্রাক ''শিবশক্তি ট্রাভেলস''-এর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের
রাজগড়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, মহিলা ও শিশুসহ আহত ১৭


​রাজগড়, ১৯ জানুয়ারি (হি. স.) : মধ্য প্রদেশের রাজগড় জেলার পচোর-আস্তা রোডের তলেন থানা এলাকার একলেরা মোড়ে সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী ট্রাক 'শিবশক্তি ট্রাভেলস'-এর একটি যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা মারে। এই সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলও যানবাহন দুর্ঘটনার কবলে পড়লে আরোহী যুবক আহত হন। দুর্ঘটনায় বাসে থাকা মহিলা ও শিশুসহ মোট ১৭ জন আহত হয়েছেন। বর্তমানে তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

​তলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ দামলে জানান, কুরাবর থেকে ইন্দোরগামী শিবশক্তি ট্রাভেলসের বাসটিকে শুজাপুর থেকে আসা একটি ট্রাক একলেরা মোড়ে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তা দিয়ে ঘষটাতে ঘষটাতে পাশের একটি বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা খায়।

​এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন পিঙ্কি (৩৫), পলক (১৯), অনিতা (৪০), রামকলাবাঈ (৩৭), কোমল (২০), লাখন (৪৫), গোবিন্দ (২২), রাম সিং (৫৫), দেবীলাল (৬০), চার বছরের শিশু শানভি এবং সাত বছরের রুদ্রাক্ষ।

অন্যদিকে, দুই যানের সংঘর্ষের মাঝে পড়ে মনোজ (২০) নামে এক বাইক চালক হাত ও পায়ে গুরুতর চোট পেয়েছেন।

​দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande