এটিএম কার্ড বদলে লক্ষাধিক টাকা প্রতারণা, লালবাজারের জালে দুই অভিযুক্ত
কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): এটিএম কার্ড বদলে প্রতারণার একটি মামলায় উল্লেখযোগ্য সাফল্য পেল কলকাতা পুলিশের ডিডি বিভাগের ওয়াচ সেকশন। নেতাজি নগর থানার একটি মামলার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৫৩ হাজার
ডেবিট কার্ড জালিয়াতি


কলকাতা, ১৯ জানুয়ারি (হি. স.): এটিএম কার্ড বদলে প্রতারণার একটি মামলায় উল্লেখযোগ্য সাফল্য পেল কলকাতা পুলিশের ডিডি বিভাগের ওয়াচ সেকশন। নেতাজি নগর থানার একটি মামলার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই টাকা অভিযোগকারী ব্যক্তির অ্যাকাউন্ট থেকেই হাতিয়ে নেওয়া হয়েছিল।

​বিদ্যাসাগর কলোনির বাসিন্দা অভিযোগকারী সঞ্জীব দে (৬২) জানান, গত ২২ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ বাঘাযতীন এসজি হাসপাতালের বিপরীতে একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন তিনি। সেই সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাহায্যের অজুহাতে তাঁর ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক’-এর এটিএম কার্ডটি কৌশলে বদলে নেয়। পরে ওই কার্ড ব্যবহার করে দফায় দফায় মোট ১ লক্ষ ৯৭ হাজার টাকা তুলে নেওয়া হয়।

​ঘটনার তদন্তে নেমে এটিএম-এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে লালবাজারের গোয়েন্দারা। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুভম মাল (২৯) ও সনৎ নস্কর (৩২) নামে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর ১৮ জানুয়ারি তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৫৩ হাজার টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।

​পুলিশ জানিয়েছে, ধৃতদের সোমবার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার (রিমান্ড) আবেদন জানানো হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না বা শহরজুড়ে আরও কোথায় তারা এ ধরনের প্রতারণা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande