জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে ব্রাউন সুগারসহ গ্রেফতার যুবক, আতঙ্কে যাত্রীরা
জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি (হি. স.): সোমবার জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম এখনই প্রকাশ করা না হলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার রানীনগর চেওড়াপাড়া
ব্রাউন সুগার


জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি (হি. স.): সোমবার জলপাইগুড়ি রোড স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম এখনই প্রকাশ করা না হলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি জলপাইগুড়ি জেলার রানীনগর চেওড়াপাড়া এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি মালদহ থেকে ওই মাদক নিয়ে জলপাইগুড়িতে আসছিলেন।​গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে হাতেনাতে ব্রাউন সুগার উদ্ধার করা হয় এবং তৎক্ষণাৎ তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (এনডিপিএস) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত কতদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।​এই ঘটনার পর জলপাইগুড়ি রোড স্টেশন চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে স্টেশনে অপেক্ষারত মহিলা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। অনেক যাত্রীই নিরাপত্তার অভাবের অভিযোগ তোলেন। তাঁদের দাবি, দিনের পর দিন স্টেশন এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছে, অথচ রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই ঘটনার প্রেক্ষিতে যাত্রী নিরাপত্তা আরও জোরদার করার দাবি উঠেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande