
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড (এনডিটিভি)-র প্রতিষ্ঠাতা তথা প্রখ্যাত সাংবাদিক প্রণয় রায় এবং রাধিকা রায়কে পাঠানো আয়কর নোটিস সোমবার বাতিল করলো দিল্লি হাই কোর্ট। নোটিসটি চ্যানেলের প্রোমোটার গ্রুপ আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত একটি লেনদেন সম্পর্কিত। সাংবাদিক দম্পতিকে ওই নোটিস পাঠানোর জন্য আয়কর কর্তৃপক্ষকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে হাই কোর্টের একটি বেঞ্চ। প্রণয় ও রাধিকাকে ১ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ