
শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। নিহত জওয়ানের নাম গজেন্দ্র সিং। স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন এই জওয়ান। শহিদ জওয়ানকে শ্রদ্ধা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
রবিবার থেকে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে শুরু হয় গুলির লড়াই। চারিদিক ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সোমবারও চলে গুলির লড়াই। মন্দ্রাল-সিংপোরার অদূরে সোন্নার গ্রামের কাছে এই গুলির লড়াই চলে। ওই স্থানে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ