রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের
কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ
রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের


কলকাতা, ১৯ জানুয়ারি (হি.স.): রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ রয়েছে প্রশান্তর বিরুদ্ধে। সেই মামলাতেই তাঁকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ।

গত ২৯ অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপনের দেহ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় নাম জড়ায় প্রশান্তের। তিনিই এই ঘটনায় 'মূল অভিযুক্ত'। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতারের আগেই প্রশান্ত বারাসত আদালতে আগাম জামিনের আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর করে বারাসত আদালত। জামিনের আর্জির বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে আবেদন করে বিধাননগর পুলিশ। কেন প্রশান্তকে আগাম জামিন দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট। বারাসত আদালতের নির্দেশ খারিজ করে দেওয়া হয়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্তকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু তা করেননি প্রশান্ত। তার পরেও ওই বিডিওর বিরুদ্ধে বিধাননগর আদালতের দ্বারস্থ হয় পুলিশ। অন্য দিকে, হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande