বিজেপির ফর্ম ৭ জমা ঘিরে ধুন্ধুমার আসানসোলে
আসানসোল, ১৯ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আর্জি জানাতে বিজেপির ফর্ম ৭ জমার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হল আসানসোলে। সোমবার আসানসোলে একটি গাড়িতে ফর্ম ৭ নিয়ে তা জমা দিতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূলের লোকজন সেই গাড়ি ঘিরে ধরেন।
বিজেপির ফর্ম ৭ জমা ঘিরে ধুন্ধুমার আসানসোলে


আসানসোল, ১৯ জানুয়ারি (হি.স.): ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আর্জি জানাতে বিজেপির ফর্ম ৭ জমার কর্মসূচি ঘিরে ধুন্ধুমার হল আসানসোলে। সোমবার আসানসোলে একটি গাড়িতে ফর্ম ৭ নিয়ে তা জমা দিতে যান বিজেপি কর্মীরা। অভিযোগ, তৃণমূলের লোকজন সেই গাড়ি ঘিরে ধরেন। গাড়ির কাঁচ ভাঙচুর, ফর্মগুলি বার করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে বিজেপির অভিযোগ। কাটোয়ায় বিজেপি কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। কালনাতেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

জানা গেছে, আসানসোল দক্ষিণ এর মহকুমা শাসকের দফতরে শুনানি কেন্দ্রে হয় তুমুল উত্তেজনা। তৃণমূলের অভিযোগ, একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম সেভেন বিজেপি নেতা কর্মীরা নিয়ে আসে। বিষয়টি জানানোর পর তৃণমূলের নেতা-কর্মীরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকী, গাড়ির সামনের কাঁচও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপর তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বিজেপির নেতা কর্মীরা বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় এক বিজেপি নেতৃত্বকে আটক করেছে পুলিশ।তৃণমূলের অভিযোগ, একাধিক ফর্ম ৭ এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলে, অসুবিধা থাকলে বিএলও-ইআরওকে বলুক। কিন্তু, কারওর পরিবারের লোকজনকেও আনেনি। এরা হাজার-হাজার ফাইল নিয়ে এসেছে। ওরা মোটেই ভাল কাজ করছে না। কয়েক হাজার ফাইল আছে। আমরা আটকাতেই পালিয়ে গেছে। অপরদিকে বিজেপির এক ব্লক স্তরের নেতা বলেন, আমি তো কমিশনের নিয়ম মেনে কাজ করছি। কিন্তু ওরা সেটা করতে দেবে না। সব ছিনিয়ে নিচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande