
নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে এলেন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার বিকেলে নতুন দিল্লিতে এসে পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে সাংস্কৃতিক উপস্থাপনের মধ্য দিয়ে নাহিয়ানকে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে একই গাড়িতে যাওয়ার সময় মোদী ও নাহিয়ানকে কথা বলতেও দেখা যায়। প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, আমি আমার ভাই, সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তাঁর এই সফর ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে বন্ধুত্বের দৃঢ় বন্ধনের প্রতি তার গুরুত্বের প্রতীক। আমি আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ