বীরভূমে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা যাত্রিবাহী সরকারি বাসের, জখম ১০
বীরভূম, ২ জানুয়ারি (হি.স.): দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রিবাহী সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন বাসের মধ্যে থাকা ১০ জন যাত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে নলহাটির কলেজ মোড় এলাকায়
ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্য, হরিয়ানায় দুর্ঘটনায় আহত বহু যাত্রী


বীরভূম, ২ জানুয়ারি (হি.স.): দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রিবাহী সরকারি বাসের। ঘটনায় জখম হয়েছেন বাসের মধ্যে থাকা ১০ জন যাত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে নলহাটির কলেজ মোড় এলাকায়। জানা গিয়েছে, দুপুরে বালুরঘাট-দুর্গাপুর রুটের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দপ্তরের একটি যাত্রিবাহী বাস নলহাটি থেকে রামপুরহাটের দিকে আসছিল। সেই সময় নলহাটি কলেজ মোড়ের কাছে জ্যামে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে। আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande