
মঙ্গলদৈয়ে প্ৰদেশ সভাপতি দিলীপ এবং ডিব্রুগড়ে কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দের ‘দেওয়াল লিখন’
গুয়াহাটি, ৫ জানুয়ারি (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আজ সোমবার ‘দেওয়াল লিখন’ কর্মসূচির মাধ্যমে চলতি ২০২৬ সালে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযানের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা দিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খানাপাড়া কেন্দ্রীয় বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে পদ্মফুলের ছবি অঙ্কন করে ‘দেওয়াল লিখন’ কর্মসূচির সূচনার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার অভিযানেরও শুভারম্ভ করেন।
দলের প্রদেশ সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবন থেকে প্রেরিত এক বিবৃতিতে বিজেপির রাজ্য মুখপাত্র রঞ্জীব কুমার শর্মা এ খবর দিয়ে জানান, গুয়াহাটিতে মুখ্যমন্ত্রী দলের ‘দেওয়াল লিখন’ অভিযান শুরু করার পরপরই দরং জেলার অন্তর্গত মঙ্গলদৈ বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া এবং ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সংশ্লিষ্ট এলাকায় ‘দেওয়াল লিখন’ কর্মসূচির সূচনা করেছেন।
প্ৰেস বিবৃতিতে রঞ্জীব কুমার শর্মা আরও বলেন, রাজ্যের সমস্ত শহর, জেলা ও মহকুমা সদর সহ প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং সব অঞ্চল জুড়ে আজ থেকে দলের কাৰ্যকৰ্তারা ‘দেওয়াল লিখন’ কর্মসূচি শুরু করেছেন। দলের সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদ সহ বুথ স্তর পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত সকল কার্যকর্তা আজ থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। বিধানসভা নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের ‘দেওয়াল লিখন’ অভিযান চলতে থাকবে বলেও জানান তিনি।
সমগ্র রাজ্যে আজ থেকে প্রথম পর্যায়ে দেওয়াল লিখনের জন্য নির্বাচিত স্লোগানগুলো যথাক্ৰমে -
১। ‘কেন আমাদের বিজেপি দরকার? সভ্যতা, সংস্কৃতি ও জীবন সুরক্ষার জন্য আবার একবার বিজেপি সরকার’
২। ‘কেন আমাদের বিজেপি দরকার? আমাদের জমি, আমাদের অধিকারের জন্য আবার একবার বিজেপি সরকার’
৩। ‘কেন আমাদের বিজেপি দরকার? নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য আবার একবার বিজেপি সরকার’
৪। ‘কেন আমাদের বিজেপি দরকার? মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের জন্য আবার একবার বিজেপি সরকার’
৫। ‘কেন আমাদের বিজেপি দরকার? উন্নত, নিরাপদ ও আত্মনির্ভরশীল অসমের জন্য আবার একবার বিজেপি সরকার’
৬। ‘অসমের সুরক্ষা বিজেপির অঙ্গীকার, অসমের দরকার বিজেপি সরকার’
৭। ‘আসুন, বিকশিত অসমের জন্য বিজেপিকে ভোট দেই’
...“আমাদের কেন বিজেপি দরকার—সভ্যতা, সংস্কৃতি ও জীবনের সুরক্ষার জন্য—আবার একবার বিজেপি সরকার”
“আমাদের কেন বিজেপি দরকার—আমাদের জমি, আমাদের অধিকারের জন্য—আবার একবার বিজেপি সরকার”
“আমাদের কেন বিজেপি দরকার—মহিলাদের আর্থিক ক্ষমতায়নের জন্য—আবার একবার বিজেপি সরকার”
“আমাদের কেন বিজেপি দরকার—মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগের জন্য—আবার একবার বিজেপি সরকার”
“আমাদের কেন বিজেপি দরকার—উন্নত, সুরক্ষিত ও আত্মনির্ভরশীল অসমের জন্য—আবার একবার বিজেপি সরকার”
“অসমের সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা—অসমের দরকার বিজেপি সরকার”
“উন্নত অসমের জন্য বিজেপিকে ভোট দিন”
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস