

লালগড় (ঝাড়গ্রাম), ৭ জানুয়ারি ( হি. স.)- ২০১১ সালের ৭ জানুয়ারির রক্তাক্ত নেতাই হত্যাকাণ্ডের স্মরণে বুধবার লালগড়ের নেতাই গ্রামে পালিত হচ্ছে শহীদ দিবস। প্রতিবছরের মতো এবারও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির সহযোগিতায় শহীদ বেদির সামনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।ঝাড়গ্রাম জেলার বিনপুর–১ ব্লকের লালগড় থানার অন্তর্গত নেতাই গ্রামে সেদিন সিপিএম নেতা রথীন দণ্ডপাটের বাড়িতে আশ্রয় নেওয়া সিপিএমের হার্মাদ বাহিনীর নির্বিচার গুলিতে চারজন মহিলা-সহ মোট ন’জন নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। আহত হন আরও অন্তত ২৮ জন। সেই ঘটনার পর থেকেই নেতাই গ্রাম রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।এদিনের অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ উপস্থিত থাকবেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব শহীদ বেদিতে ফুলের মালা দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।শহীদ দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য, ঘটনার আহত ব্যক্তিদের এবং দরিদ্র গ্রামবাসীদের শীতবস্ত্র বিতরণের ব্যবস্থাও করা হয়েছে। অনুষ্ঠান ঘিরে নেতাই গ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী-সমর্থকেরা নেতাই গ্রামে পৌঁছাতে শুরু করেছেন। শহীদদের স্মরণে আজও অটুট রয়েছে গ্রামবাসীর লড়াইয়ের ইতিহাস।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়