প্রতিবাদ মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : তৃণমূলের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ প্রতিটি ব্লক ও ওয়ার্ডে মিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হু
প্রতিবাদ মিছিলের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : তৃণমূলের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আই-প্যাকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ প্রতিটি ব্লক ও ওয়ার্ডে মিছিলের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হুঙ্কার, “বিজেপির ডাকাতির বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে এই লড়াই। বিকেল ৪টেয় প্রতিবাদ মিছিল করা হবে।”

বৃহস্পতিবার সাতসকালে আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সেক্টর ফাইভে সংস্থার অফিসে হানা দেয় ইডি। সেই তল্লাশি অভিযান চলাকালীনই লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন নগরপাল মনোজ বর্মা। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীকে বেরিয়ে আসতে দেখা যায়।

তাৎপর্যপূর্ণভাবে আই প্যাক কর্ণধারের বাড়িতে ঢোকার সময় মুখ্যমন্ত্রী ছিলেন খালি হাতে। ফেরার সময় তাঁর হাতে কিছু ফাইল, হার্ড ডিস্ক এবং একটি ল্যাপটপ দেখা যায়।

প্রতীকের বাড়ি থেকে বেরিয়েই বিস্ফোরক অভিযোগ করেন মমতা। তৃণমূল নেত্রী দাবি করেন, তৃণমূলের গোপন তথ্য এবং প্রার্থী তালিকা চুরি করতেই ইডি অভিযান করিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা বলেন, “এই অভিযান দুর্ভাগ্যজনক। আমার আইটি দফতরে অভিযান চালিয়েছে। দলের সব গোপন নথি এবং প্রার্থী তালিকা চুরি করতে ইডিকে দিয়ে হামলা করেছেন ন্যাস্টি হোম মিনিস্টার। ন্যাস্টি হোম মিনিস্টার।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande