
উত্তর ২৪ পরগনা, ৯ জানুয়ারি (হি.স.): তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে পুজো দিতে আসছেন। তার আগে এ দিন সকালেই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে মোতায়েন হল কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, ১০ ডিসেম্বর শান্তনু ঠাকুরের বাড়ির সামনে একটি রাজনৈতিক দলের একদল গুন্ডারা বিক্ষোভ দেখিয়েছিল। হামলা করেছিল। আমরা প্রতিরোধ করেছিলাম। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন। তৃণমূলের অনেক লোকজন আসবেন। আমরা আশঙ্কা করছি শান্তনু ঠাকুরের বাড়িতে আবারও হামলা হতে পারে। তাই মন্ত্রীর সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী এসেছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ