শীতে কাঁপছে বীরভূম, সর্বনিম্ন তাপমাত্রা ৫-এর ঘরে
বীরভূম, ৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ছয় দশকের রেকর্ড ভেঙে শীতলতম দিন পেল বীরভূম। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিনটিতে অর্থাৎ ৩১ ডিসেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫
শীতে কাঁপছে বীরভূম, সর্বনিম্ন তাপমাত্রা ৫-এর ঘরে


বীরভূম, ৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। ছয় দশকের রেকর্ড ভেঙে শীতলতম দিন পেল বীরভূম। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, গত বছরের শেষ দিনটিতে অর্থাৎ ৩১ ডিসেম্বর জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরসুমে সেটিই সর্বনিম্ন ছিল। তবে এ দিন শ্রীনিকেতনের যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা ১৯৬১ সাল থেকে রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের এক আধিকারিক বলেন, এ দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। এটাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তবে রবিবার থেকেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা বলে জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande