থানেতে সড়ক দুর্ঘটনায় ১১টি গাড়ির সংঘর্ষ, আহত ৪
মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার ঘোড়বান্দর রোডের গাইমুখ এলাকায় শুক্রবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় মোট ১১টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টা নাগাদ
থানেতে সড়ক দুর্ঘটনায় ১১টি গাড়ির সংঘর্ষ, আহত ৪


মুম্বই, ৯ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের থানে জেলার ঘোড়বান্দর রোডের গাইমুখ এলাকায় শুক্রবার সকালে একটি সড়ক দুর্ঘটনায় মোট ১১টি যানবাহন একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল প্রায় ৭টা নাগাদ একটি কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে গাইমুখ জাকাত নাকার কাছে বিপরীত দিক থেকে আসা একাধিক গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোট ১১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। কন্টেনারটির চালক পলাতক।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

থানে পুরনিগমের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন অটোরিকশা চালক শিবকুমার যাদব (৫৬), যাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। অটোরিকশার যাত্রী তাসকিন শেখ (৪৫) এবং অনিতা পেরওয়াল (৪৫)-এর সামান্য আঘাত লেগেছে। এছাড়া একটি গাড়ির চালক রামবলী বাবুলাল (২২)-এর পিঠে গুরুতর চোট রয়েছে।

এই দুর্ঘটনায় একাধিক অটোরিকশা-সহ মোট ১১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক কন্টেনার চালকের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande