“আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রীকে ধিক্কার”, বার্তা রাজ্য বিজেপি-র
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : আদিবাসীদের একটি অনুষ্ঠান বুধবার শুরুর প্রায় মুখে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। “আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রীকে ধিক্কার” জানিয়েছে রাজ্য বিজেপি। ২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিয়োতে ভূক্তভোগী এক বিজেপি নেতার অভিযোগ যুক্ত করে
“আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রীকে ধিক্কার”, বার্তা রাজ্য বিজেপি-র


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : আদিবাসীদের একটি অনুষ্ঠান বুধবার শুরুর প্রায় মুখে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। “আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রীকে ধিক্কার” জানিয়েছে রাজ্য বিজেপি।

২ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিয়োতে ভূক্তভোগী এক বিজেপি নেতার অভিযোগ যুক্ত করে রাজ্য বিজেপি মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়েছে, “ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পৌষ পরব’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল। অনুষ্ঠানটি ৭ ও ৮ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঝাড়গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আইসি এবং বিডিও-কে লেটার দিয়ে সমস্ত কিছু জানিয়েছিল আদিবাসীরা। তখন তাদের প্রশাসনের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু আজ হঠাৎ করেই এই প্রোগ্রাম বন্ধ করে দিলেন প্রশাসন! আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রীকে ধিক্কার!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande