
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স. ) : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পরবর্তী ধাপে তৎপর নির্বাচন কমিশন। অমর্ত্য সেন-কাণ্ডের পর এসআইআর আবেদনপত্র খতিয়ে দেখতে বাড়তি সতর্কতা নিতে চায় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার কমিশন সূত্রে জানা যায়, তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ ধরা পড়ায় প্রায় ৯৫ লক্ষ ভোটদাতাকে শুনানির জন্য চিহ্নিত করা হয়েছে। মঙ্গলবার জেলা নির্বাচন আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে আগামী চার-পাঁচ দিনের মধ্যে নোটিশ জারির নির্দেশ দিয়েছে কমিশন। শীঘ্রই ওই নোটিশ জারি হবে।
নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে, শুনানি ও নথি যাচাই চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি। এর মধ্যে এত বিপুল সংখ্যক ভোটারের যাচাই বড় প্রশাসনিক চ্যালেঞ্জ বলে মানছেন আধিকারিকরা।
কমিশনের দাবি, এই ৯৫ লক্ষ ভোটারের মধ্যে বহু ক্ষেত্রে অভিভাবকের সঙ্গে বয়সের ফারাক অস্বাভাবিক, একই অভিভাবকের নামে একাধিক ভোটার নথিভুক্ত কিংবা সম্পর্কের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে নির্ভুল ভোটার তালিকা প্রকাশই এখন নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত