
নয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার রাষ্ট্রীয় উর্দু ভাষা বিকাশ পরিষদ (এনসিপিইউএল) দ্বারা প্রকাশিত খুতবাত-ই-মোদী বইটি উন্মোচন করেন। এই বইটি ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে ঐতিহাসিক লাল কেল্লা থেকে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের একটি উর্দু সংকলন।
এই উপলক্ষে ধর্মেন্দ্র প্রধান বলেন, প্রায় ছয় কোটি উর্দুভাষী ভাই-বোনের জন্য প্রকাশিত এই বইটি প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা, সংকল্প এবং দৃষ্টিভঙ্গি, স্বচ্ছ ভারত থেকে বিকশিত ভারত পর্যন্ত এক একত্র সংকলন। এই বইটি দেশের আশা-আকাঙ্ক্ষা এবং প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনার সঙ্গে নাগরিকদের সংযুক্ত করবে। প্রধানমন্ত্রীর ভাষণের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যেমন অন্ত্যোদয়, গরীব কল্যাণ, স্বচ্ছ ভারত এবং উজ্জ্বলা যোজনা এবং ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্নের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই বইয়ের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই ধরনের বই দেশের লক্ষ্য, আকাঙ্ক্ষা এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সঙ্গে নাগরিকদের সংযুক্ত করার একটি শক্তিশালী মাধ্যম।
তিনি বলেন, এই বইটি দেশের প্রতিটি গ্রন্থাগারে পৌঁছানো উচিত, যাতে বিকশিত ভারতের লক্ষ্যে সমাজে ব্যাপক আলোচনা হতে পারে। রাষ্ট্রীয় উর্দু ভাষা বিকাশ পরিষদকে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত বিষয় উর্দু ভাষায় বেশি করে প্রকাশ করার পরামর্শও দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি 'খুতবাত-এ-মোদী' পুস্তকের উল্লেখযোগ্য প্রকাশনার জন্য রাষ্ট্রীয় উর্দু ভাষা বিকাশ পরিষদকে অভিনন্দন জানান| তিনি আশা প্রকাশ করেন, এই বইটি প্রধানমন্ত্রীর সংকল্প এবং দৃষ্টিভঙ্গি জনগণ, বুদ্ধিজীবী এবং যুবসমাজের কাছে পৌঁছে দিতে সহায়ক হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ